‘অর্থমন্ত্রী এরশাদের মন্ত্রী ছিলেন, প্রতিক্রিয়াশীল শব্দের মানে বুঝবেন না’
আলোকিত প্রতিবেদক : বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, অর্থমন্ত্রী ‘প্রতিক্রিয়াশীল’ শব্দের মানে বুঝতে পারবেন না। কারণ তিনি ব্যক্তিগত জীবনে আমলা এবং এরশাদের মন্ত্রী ছিলেন। তার মানসিকতা এখনো পরিবর্তন হয়নি।
শনিবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
বাজেট ঘোষণার পর রিজভী এক প্রতিক্রিয়ায় বাজেটকে ‘প্রতিক্রিয়াশীল’ আখ্যা দেন।
পরে অর্থমন্ত্রী শুক্রবার বাজেট নিয়ে সংবাদ সম্মেলনে রিজভীর বক্তব্যের সমালোচনা করেন।
অর্থমন্ত্রীর বক্তব্যের সমালোচনা করে রিজভী বলেন, ‘প্রতিক্রিয়াশীল’ শব্দের অর্থ হচ্ছে ‘গণবিরোধী’। রুটি-আটার দাম বাড়ানো, কৃষি যন্ত্রপাতির দাম বাড়ানো এবং বেকারদের কোন সুযোগ-সুবিধা না থাকায় প্রস্তাবিত বাজেট মানুষের পক্ষে যায়নি। তাই এটাকে ‘প্রতিক্রিয়াশীল’ বলা হয়।