শ্রীপুরে মুক্তিযোদ্ধার বাড়ির ওপর দিয়ে ঝুঁকিপূর্ণ বিদ্যুৎ লাইন!

শাহাদাত হোসেন সাদেক, শ্রীপুর : গাজীপুরের শ্রীপুরে মুক্তিযোদ্ধার বাড়ির ওপর দিয়ে বিদ্যুৎ সংযোগ চেষ্টার অভিযোগ উঠেছে।

এতে বহেরারচালা এলাকার বৃদ্ধ সিরাজুল হক পরিবার নিয়ে ঝুঁকিপূর্ণ অবস্থায় বসবাস করছেন।

তিনি জানান, লানতাবুর গ্রুপের তাকওয়া নিটওয়্যার কারখানা কিছুদিন আগে সীমানা প্রাচীরের বাইরে বিদ্যুতের লাইন স্থাপন করে। ভেতরে জায়গা থাকার পরও পৌর সীমানা আইন লঙ্ঘন করা হয়েছে।

ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর ডিজিএম কামাল পাশার যোগসাজশে এখন তার বাড়ির ওপর দিয়ে উচ্চ ক্ষমতাসম্পন্ন এই লাইনের সংযোগ দেওয়ার চেষ্টা চলছে।

স্থানীয় কাউন্সিলর আমজাদ হোসেন বলেন, কারখানা কর্তৃপক্ষ জোর করে মুক্তিযোদ্ধার বাড়ির ওপর দিয়ে বিদ্যুতের লাইনটি স্থাপন করেছে।

এ ব্যাপারে কারখানায় যোগাযোগ করলে সাংবাদিকদের সাথে কেউ কথা বলতে রাজি হননি।

পল্লী বিদ্যুতের ডিজিএম কামাল পাশা বলেন, যার বাড়ির ওপর দিয়ে সংযোগটি দেওয়া হবে, তিনি বাধা দিলে কোন কাজ করা হবে না।

আরও খবর