শ্রীপুরে সাংবাদিকদের উদ্যোগে লিচু উৎসব

নিজস্ব প্রতিবেদক, শ্রীপুর : গাজীপুরের শ্রীপুরে লিচুর পুষ্টিগুণ ও পরিচর্যাসহ নানা বিষয় নিয়ে লিচু উৎসব অনুষ্ঠিত হয়েছে।

শনিবার কেওয়া এলাকার গাউছিয়া সফি মঞ্জিল বাগানে শ্রীপুর রিপোর্টার্স ইউনিটি এ উৎসবের আয়োজন করে।

সংগঠনের সভাপতি আবু বকর সিদ্দিক আকন্দের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কাজী আক্তার হোসেনের সঞ্চালনায় উৎসবের উদ্বোধন করেন সাংবাদিক ও রাজনীতিক নাসির উদ্দিন জর্জ।

এতে জানানো হয়, লিচুতে অ্যাপিকেচিন ও রুটিন নামের দুটি অ্যান্টি-অক্সিডেন্ট যৌগের অধিক উপস্থিতি থাকায় শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়।

চলতি বছর উপজেলায় তিন হাজার ৬৫০ মেট্রিক টন লিচু উৎপাদিত হয়েছে। যা বিক্রি করা হয় ১৮ কোটি ২০ লাখ টাকা।

এ সময় উপস্থিত ছিলেন সাংবাদিক আলমগীর হোসেন, রায়হানুল ইসলাম আকন্দ, সাদেক মিয়া, আনিছুর রহমান শামীম, মোক্তার হোসেন, আবদুল লতিফ আনসারী প্রমুখ।

আরও খবর