কর্মকর্তা-কর্মচারীদের ঘুষ না দিতে মেয়র জাহাঙ্গীরের আহ্বান
আলোকিত প্রতিবেদক : জাঁকজমক অভিষেকের মধ্য দিয়ে দায়িত্বভার গ্রহণ করলেন গাজীপুর সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র জাহাঙ্গীর আলম।
মঙ্গলবার বিকেলে নগরীর রাজবাড়ি মাঠে আয়োজিত অনুষ্ঠানে সাবেক মেয়র এম এ মান্নানের পক্ষে প্রধান নির্বাহী কর্মকর্তা কে এম রাহাতুল ইসলাম দায়িত্ব হস্তান্তর করেন।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকারমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মুক্তিযুদ্ধমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি, সংসদ সদস্য জাহিদ আহসান রাসেল, স্থানীয় সরকার বিভাগের সচিব জাফর আহমেদ খান, জিএমপি কমিশনার ওয়াই এম বেলালুর রহমান, পুলিশ সুপার শামসুন্নাহার, জেলা পরিষদের চেয়ারম্যান মো. আখতারুজ্জামান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন সবুজ, মহানগর আওয়ামী লীগের সভাপতি আজমত উল্লা খান প্রমুখ।
দায়িত্ব নিয়ে মেয়র জাহাঙ্গীর নগরবাসীর উদ্দেশে বলেন, সিটি করপোরেশনের কর্মকর্তা-কর্মচারীদের অতিরিক্ত কিছু দেওয়া যাবে না। কেউ কিছু নিলে আমাকে তথ্য জানিয়ে দিবেন। আমি কাজে বিশ্বাসী।
তিনি আরও বলেন, আমি গাজীপুর সিটিকে ডাস্টবিন অবস্থায় পেয়েছি। সবাইকে নিয়ে গ্রিন এণ্ড ক্লিন সিটি উপহার দিতে চাই।