ইউএনওর ওপর হামলা : দুই যুবলীগ নেতা গ্রেফতার

আলোকিত প্রতিবেদক : দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াহিদা খানম ও তার বাবা ওমর আলী শেখের ওপর হামলার ঘটনায় দুজনকে গ্রেফতার করা হয়েছে।

শুক্রবার ভোরে পুলিশ ও র‌্যাব যৌথ অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে।

তারা হলেন উপজেলার ওসমানপুর সাগরপাড়া এলাকার আমজাদ হোসেনের ছেলে আসাদুল ইসলাম (৩৫) ও রাণীগঞ্জ কষিগারি এলাকার আবুল কালামের ছেলে জাহাঙ্গীর হোসেন (৪২)।

তাদের মধ্যে জাহাঙ্গীর উপজেলা যুবলীগের আহ্বায়ক ও আসাদুল উপজেলা যুবলীগের সদস্য।

ঘোড়াঘাট থানার ওসি আমিরুল ইসলাম ও হাকিমপুর থানার ওসি ফেরদৌস ওয়াহিদ বিষয়টি নিশ্চিত করেন।

পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদক ব্যবসা, টেন্ডারবাজি, চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে।

গত বুধবার দিবাগত রাতে ইউএনওর সরকারি বাসভবনে ঢুকে হত্যার উদ্দেশে কুপিয়ে ও হাতুড়ি দিয়ে মাথায় গুরুতর জখম করা হয়।

এ ঘটনায় ওয়াহিদা খানমের ভাই শেখ ফরিদ বাদী হয়ে ঘোড়াঘাট থানায় একটি মামলা করেছেন।

আরও খবর