গাজীপুরে ‘চারা তুলে ফেলা’ সাড়ে ৩ বিঘা বনভূমিতে আবারও বনায়ন

আলোকিত প্রতিবেদক : গাজীপুরে জবর দখলকৃত সাড়ে তিন বিঘা সংরক্ষিত বনভূমিতে আবারও চারা রোপণ করা হয়েছে।

শনিবার সকাল থেকে বিকেল পর্যন্ত ভাওয়াল রেঞ্জের ভবানীপুর বিটের সাফারি পার্ক-ইন্দ্রপুর রোড এলাকার সামিন ফুডের পাশে বনায়ন কার্যক্রম পরিচালিত হয়।

বিট অফিস জানায়, মাহনা ভবানীপুর মৌজার সিএস ৯২২ নং দাগের এক একর ২০ শতাংশ বনভূমি আতাউল্লাহ ও মনিরসহ কয়েকজন ব্যক্তির দখলে ছিল। বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) কাজল তালুকদারের নির্দেশনায় রেঞ্জ অফিস চারা রোপণের উদ্যোগ নেয়।

রোপণকৃত চারা গাছগুলোর মধ্যে রয়েছে আকাশমনি, অর্জুন, জারুল, শিশু, বহেরা, আমলকি, হরতকি ও তেঁতুল।

ছবি : মেহেদী হাসান সবুজ

এ সময় উপস্থিত ছিলেন ডিএফও কাজল তালুকদার, সহকারী বন সংরক্ষক (এসিএফ) শ্যামল কুমার ঘোষ, রেঞ্জ কর্মকর্তা মাসুদ রানা, বিট কর্মকর্তা আবুল কালাম শামসুদ্দিন, বিকেবাড়ি বিটের ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুজ্জামান মোল্লা প্রমুখ।

খোঁজ নিয়ে জানা যায়, ওই সাড়ে তিন বিঘাসহ আরও কিছু অংশে ২০১৯ সালে বনায়ন করা হয়েছিল। তখনকার বিট কর্মকর্তা ও ভারপ্রাপ্ত রেঞ্জ কর্মকর্তা খন্দকার আরিফুল ইসলামের নেতৃত্বে বিভিন্ন প্রজাতির চারা রোপণ করা হয়।

পরে আবার তাকেই হাত করে দখলদাররা চারাগুলো উঠিয়ে চাষাবাদ করেন। এ ঘটনায় কোন মামলা করা হয়নি।

রেঞ্জ কর্মকর্তা মাসুদ রানা আলোকিত নিউজকে জানান, তারা বাগান রক্ষায় তৎপর থাকবেন। উদ্ধার কার্যক্রমও অব্যাহত থাকবে।

আরও খবর