অনলাইন ব্যবসায় স্বপ্ন নিয়ে এগোচ্ছেন মডেল তন্বী

সাব্বির আহমেদ : বছর দুয়েক আগে বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় অনলাইনে ব্যবসার স্পৃহা জেগেছিল তরুণ মডেল শর্মি তন্বীর।

তখন থেকেই মনস্থির করেছিলেন নিজ উদ্যোগে কিছু একটা করবেন। নিজের খরচ নিজেই জোগান দিবেন।

সময়ের সাথে ভাবনাও বাড়তে থাকল। ঈষৎ ধারণা নিয়ে হাঁটা শুরু করলেন এশিয়া প্যাসিফিক ইউনিভার্সিটি থেকে সদ্য কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিংয়ে অনার্স করা তন্বী।

হালের জনপ্রিয় মাধ্যম অনলাইনে ব্যবসার ক্ষুধা থেকেই গুগল, ফেসবুকভিত্তিক কয়েকটি পেজ ও গ্রুপে ঘাঁটাঘাঁটি করে ধারণা বাড়ালেন।

কয়েকটি শর্ট ফিল্ম ও ফটোস্যুটে কাজ করা তন্বী জানান, ব্যবসা শুরুর আগে অভিজ্ঞ অনেকের সাথে যোগাযোগ করি। ভাল রেসপন্সও পাই। পরিবার ও বন্ধুদের অনেক সহযোগিতা ছিল। তা না হলে সাহস পেতাম না।

তিনি জানান, অনলাইনে ব্যবসার নেশাকে এখন ঘরে বসে বাস্তবে রূপ দিতে চান। রকমারি শাড়ির কালেকশনে ব্যবসাকে আরও প্রসারিত করবেন। ইতিমধ্যে ফেসবুকে ‘ফ্লাওয়ারি’ নামে পেজ খোলা হয়েছে। শুরুতেই বেশ সাড়া পাচ্ছেন।

তন্বী জানান, তার শাড়ির কালেকশন বেশি। সাথে গাউনও আছে। শাড়িগুলো সুতির। এগুলো ঢাকার বাইরে থেকে আনা হয়।

ছোট পরিসরে কাজ শুরু করা মডেল তন্বীর চোখে এখন বড় স্বপ্ন। ক্রেতাদের ধরে রাখতে যুগ ও চাহিদার সাথে তাল মিলিয়ে কালেকশনে বৈচিত্র্য আনতে চান এই তরুণ উদ্যোক্তা।

ক্রেতারা সব সময় কম দামে ভাল জিনিস খুঁজেন অনলাইনে। তাই চাহিদা মাথায় রেখে দামেও ছাড় দিবেন তন্বী।

তার বিশ্বাস, ঘরের কোণে বসে না থেকে অনলাইনে ব্যবসা করে যে কেউ স্বাবলম্বী হতে পারেন। তবে এ ক্ষেত্রে নারীদেরই এগিয়ে রাখছেন তিনি।

আরও খবর