আওয়ামী লীগের বাইরে আর কে আছে : ভোট প্রসঙ্গে প্রধানমন্ত্রী

আলোকিত প্রতিবেদক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, জনগণ কোন ভরসায় বিএনপিকে ভোট দেবে? আওয়ামী লীগের বাইরে আর কে আছে?

তিনি বলেন, এত সুবিধা পেয়ে গালিটা আমার ওপর দিয়ে বা আওয়ামী লীগের ওপর দিয়ে যাবে, এই তো। এটা আমাদের বাঙালির চরিত্রেই আছে।

আমি সব সাংবাদিককে জিজ্ঞেস করি, কারা, কেন, কোন স্বপ্নে, কী সুখে, কোন আশার আলো দেখে বিএনপিকে বা অন্যদের ভোট দেবে? আমরা দেশের জন্য কিছু করলাম কি না, সেটাও একটু তুলনা করেন।

সোমবার গণভবনে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে অংশগ্রহণ ও সফর নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

শেখ হাসিনা বলেন, বিএনপি জানে নির্বাচনে জিততে পারবে না। জেতার সম্ভাবনা নেই বলেই নির্বাচনকে বিতর্কিত করছে।

একটা দল কীভাবে জিতবে? একজন এতিমের টাকা আত্মসাৎ করে সাজাপ্রাপ্ত আসামি। আরেকজন একুশে আগস্ট গ্রেনেড হামলা, ১০ ট্রাক অস্ত্র মামলায় সাজাপ্রাপ্ত আসামি, দেশান্তরী।

প্রধানমন্ত্রী আরও বলেন, ক্ষমতা আমার কাছে ভোগের বস্তু না। ক্ষমতায় গেলে মানুষের জন্য কাজ করতে হবে। মানুষের ভাগ্য পরিবর্তন করতে হবে।

আরও খবর