মুক্তারুজ্জামান মুক্তির কবিতা ‘ভালবাসার ভুবন’

ভালবাসার ভুবন

-মুক্তারুজ্জামান খাঁন মুক্তি

তুমি কী আসবে দশানী নদীর তীরে

গাঙচিলগুলো তোমায় দেখে উড়বে ঝাঁকে ঝাঁকে।

পানকৌড়িগুলো জলে ডুব দিয়ে মুক্তা এনে দিবে

সেই মুক্তার মালা পড়াব তোমার গলায়।

শিউলি ফুল কুড়িয়ে আসবে গাঁয়ের মেয়ে

মালা গেঁথে পড়াব তোমার খোঁপায়।

রাখাল ছেলেরা মহিষের পিঠে চড়ে

গাইবে গান বাঁশের বাঁশির সুরে

সেই সুরে দুজনা করব ভালবাসা রচনা।

তুমি কী আসবে দশানী নদীর তীরে

নদীর চরে কাশফুলে হারিয়ে যাব দুজনে।

হাঁটুজলে খেলা করব প্রাণ খুলে

দুজনার ভালবাসা ছড়িয়ে দিব ভুবনে।

আরও খবর