গাজীপুরে তদন্ত চললেও মন্ডলের বনভূমি দখল থামেনি!
আলোকিত প্রতিবেদক : গাজীপুরে বনের জমিতে মন্ডল গ্রুপের ১০ তলা ভবনের নির্মাণ কাজ অব্যাহত রয়েছে।
ভাওয়াল রেঞ্জের ভবানীপুর বিটের শিরিরচালার বাঘের বাজার এলাকায় ঘটছে এ ঘটনা।
বিষয়টি নিয়ে গত ১৬ অক্টোবর আলোকিত নিউজ ডটকমে একটি সচিত্র প্রতিবেদন প্রকাশিত হয়।
এ নিয়ে চলে ব্যাপক তোলপাড়। পরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে তদন্তে নামে বন বিভাগ।
গত ৩১ অক্টোবর তদন্তকারী কর্মকর্তা বন্যপ্রাণী পরিদর্শক নিগার সুলতানা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
সরেজমিনে দেখা যায়, ভবনটির নির্মাণ কাজ চলছে দ্রুত গতিতে। নিচ তলার ছাদ ঢালাইয়ের প্রক্রিয়া শুরু হয়েছে। দক্ষিণ পাশে টিনের বেড়া দিয়ে নির্মিত হচ্ছে গেট। কিন্তু কাজ বন্ধে কোন পদক্ষেপ নেওয়া হয়নি।
সেখানে জমির পরিমাণ ৪৫ শতাংশ। মাহনা ভবানীপুর মৌজার এসএ ৬৭৫ নং দাগের ওই জমি বন বিভাগের নামে গেজেটভুক্ত।
স্থানীয়রা জানান, বাঘের বাজার এলাকায় বিঘাপ্রতি জমির বর্তমান বাজারমূল্য চার কোটি টাকা। সে হিসাবে দখলীয় জমির মূল্য দাঁড়ায় পাঁচ কোটি ৪০ লাখ টাকা।
এদিকে বিট কর্মকর্তা নাসির উদ্দিন গত ১৬ মার্চ মন্ডল গ্রুপকে দখল ছাড়ার নোটিশ দেন। যার পত্র নং ৪৮/ভবি-৮।
পরে এর বৈধতা চ্যালেঞ্জ করে গত জুলাইয়ে হাইকোর্টে রিট করেন এমডি আবদুল মমিন মন্ডল। তবে আদেশ এখনো হয়নি।
সংশ্লিষ্ট সূত্র জানায়, দখলের ঘটনায় পিওআর মামলা ও ডিমারকেশন বাতিলের জন্য জেলা প্রশাসকের কাছে প্রতিবেদন দিয়েই দায় সারছেন বন কর্মকর্তারা।
অপরদিকে মন্ডল গ্রুপের পক্ষে এক আইনজীবীসহ দুজন আলোকিত নিউজের সম্পাদক রুবেল সরকারের সাথে মোবাইলে কথা বলেছেন।
আইনজীবী জানান, ওই জমি গেজেটভুক্ত হলেও আরএস রেকর্ড তাদের নামে। ডিমারকেশনের সময় ডিএফওকে নোটিশ করা হলেও তারা কোন পদক্ষেপ নেননি।
অপরজন ক্ষিপ্তস্বরে বলেন, আপনি একজন সিআইপির বিরুদ্ধে এ রকম প্রতিবেদন দিতে পারেন না। আপনার সাথে কোর্টে দেখা হবে।