রাসেবুল ইসলামের কবিতা ‘বঙ্গতাজ’

বঙ্গতাজ

-রাসেবুল ইসলাম রাসেল

মুক্তির দূত তুমি

বাঙালির মুক্তির মন্ত্র

 সত্যের পথিক তুমি

 অবহেলিত জাতির গতির ছন্দ।

 মহৎ প্রতিভার আবির্ভাব তুমি

 জাতির মুক্তির আবাসভূমি

 খুলেছো সোনালি ঊষার দ্বার

 তুমি নদী শীতলক্ষ্যার অহংকার।

 তুমি জাতির কণ্ঠে সুর-সংগীত

পীড়িত বাঙালিকে শোনালে জীবনের গান

 বাংলার বুকে এনে দিয়েছো বিজয়ের নবপ্রাণ।

 অন্যায়-অবিচারের প্রতিবাদ তুমি

দিশেহারা বাংলার শিখা

সর্বকালের বিজেতা নেতা তুমি

 সুখের অমৃতধারা।

 তুমি বাঙালির আকাঙ্ক্ষার প্রতীক

 মুক্তি সংগ্রামের সাহিত্যিক

 হঠাৎ ঘাতকের বুলেটে তোমার মৃত্যু

 বাঙালির মনে দুর্যোগের ঘনঘটা।

 তোমার শেষ নিঃশ্বাসে জাতি হল হতাশ

 বাঙালির মনে তুমি সর্বক্ষণ কর বিরাজ

ওহে বঙ্গতাজ।

রাসেল : প্রচার সম্পাদক, রায়েদ ইউনিয়ন ছাত্রলীগ, কাপাসিয়া।

আরও খবর