সিরাজগঞ্জে রেড ক্রিসেন্ট দুর্যোগকালীন সময়ে অবদান রাখছে
সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জ-২ আসনের সাংসদ ডা. হাবিবে মিল্লাত মুন্না বলেছেন, বিশ্বব্যাপী রেড ক্রিসেন্ট সোসাইটি মানবতার কল্যাণে ও বিপন্ন মানুষের সেবায় কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় সিরাজগঞ্জ জেলা ইউনিট দুর্যোগকালীন সময়ে বিপন্ন মানুষের পাশে থেকে অবদান রেখে চলেছে। আগামী দিনেও সকলের সহযোগিতায় কার্যক্রম আরও বেগবান হবে।
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির সিরাজগঞ্জ ইউনিটের ৪৪ তম বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শনিবার সিরাজগঞ্জ সরকারি কলেজের শেখ কামাল অডিটরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়।
সিরাজগঞ্জ ইউনিটের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোস্তফা কামাল খানের সভাপতিত্বে ও সেক্রেটারি কেএম হোসেন আলী হাসানের পরিচালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ-৬ আসনের সংরক্ষিত মহিলা সাংসদ সেলিনা বেগম স্বপ্না, কলেজের অধ্যক্ষ এসএম মনোয়ার হোসেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট বিমল কুমার দাস, শহর আওয়ামী লীগের সভাপতি ইসহাক আলী, সাধারণ সম্পাদক দানিউল হক দানি মোল্লা, বেলকুচি পৌর মেয়র আশানুর বিশ্বাস, রায়গঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি জিন্না আলমাজি প্রমুখ।