রাখাইনে ১৩ পুলিশ হত্যা করল বিদ্রোহীরা
ডেস্ক নিউজ : মিয়ানমারের রাখাইন রাজ্যে বিদ্রোহীদের হামলায় ১৩ পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন।
শুক্রবার দেশটির ৭১তম স্বাধীনতা দিবস উদযাপনকালে এ হামলার ঘটনা ঘটে।
রাজ্যটিতে সংখ্যালঘু রাখাইন বৌদ্ধদের পক্ষে আরাকান আর্মি হামলার দায় স্বীকার করেছে।
তাদের মুখপাত্র খাইন থু খা জানান, চার পুলিশ ফাঁড়িতে হামলা ও নিরাপত্তা বাহিনীর ১২ জনকে আটক করা হয়েছে।
সাম্প্রতিক সপ্তাহগুলোতে আরাকান আর্মির বিরুদ্ধে সেনাবাহিনীর অভিযানের জবাবে ওই হামলা চালানো হয়।
সেনাবাহিনীর মুখপাত্র জ মিন তুন জানান, শুক্রবারের হামলার জবাব দেওয়া শুরু হয়েছে। নিরাপত্তা প্রতিষ্ঠায় অভিযান চলবে।