শ্রীপুরে মুড়ির মিলে হাতাহাতি : গুলিবিদ্ধ ২

নিজস্ব প্রতিবেদক, শ্রীপুর : গাজীপুরের শ্রীপুরে চিড়া ও মুড়ির মিলে ব্যবসার দ্বন্দ্বে দুজন গুলিবিদ্ধ হয়েছেন।

শনিবার বেলা আড়াইটার দিকে উপজেলার মুলাইদের এমসি বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে আকলিমা চিড়া ও মুড়ির মিলটি অবস্থিত।

গুলিবিদ্ধরা হলেন স্থানীয় তারা মিয়ার ছেলে রাজন (২৫) ও মাওনা উত্তরপাড়ার ফজলুল হক মুন্সির ছেলে ফরহাদ (২৫)।

ম্যানেজার আবুল কালাম জানান, জনৈক আশরাফুল কাঁচামাল সরবরাহের জন্য গাড়ি ভাড়া দিয়েছেন। কিছুদিন ধরে রাজন ও ফরহাদ ওই ব্যবসা দিতে চাপ দিচ্ছেন।

দুপুরে মিলে কাঁচামাল আনলোডের সময় তারা ভেতরে ঢুকে বাধা দেন। এ সময় আশরাফুল আসলে দুই পক্ষে বাকবিতণ্ডা ও হাতাহাতি হয়।

পরে উভয় পক্ষ বাইরে চলে যান। তখন মহাসড়কের পাশে একটি গুলির শব্দ পাওয়া যায়।

শ্রীপুর থানার পরিদর্শক (অপারেশন) আবুল কালাম ভূঁইয়া জানান, রাজনের বাম হাঁটুর নিচে ও ফরহাদের কনুইয়ে গুলি লেগেছে। তাদেরকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।

তিনি আরও জানান, ওই ঘটনায় মিলের ম্যানেজারসহ তিনজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।

আরও খবর