কাপাসিয়ার বরুনের গণকবর সংরক্ষণের উদ্যোগ

নিজস্ব প্রতিবেদক, কাপাসিয়া : গাজীপুরের কাপাসিয়ার বরুন গ্রামে সমাহিত চার শহীদের কবর সংরক্ষণে উদ্যোগ গ্রহণ করেছে উপজেলা প্রশাসন।

রবিবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসমত আরার নেতৃত্বে সমাধিস্থল পরিদর্শন করে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

স্থানীয়রা জানান, ১৯৭১ সালের আগস্টে মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে রাজাকারদের সহায়তায় পাকিস্তানি হানাদার বাহিনী ওই গ্রামের হিন্দু পরিবারের চারজনকে গুলি করে হত্যার পর আগুন ধরিয়ে দেয়। পরে ইসমাইল ভূঁইয়া, রহমত আলী ও সূর্যকান্ত অন্যদের সহযোগিতায় অধর চন্দ্র দাস, তার ছেলে অনিল দাস, সত্যানন্দ দাস ও ভাই নিত্যানন্দ দাসের ঝলসে যাওয়া লাশ মাটিচাপা দেন।

গণকবরটি বরুন উচ্চ বিদ্যালয়ের পশ্চিম পাশে তাদের বাড়ি সংলগ্ন বাঁশঝাড়ে অবস্থিত। স্বাধীনতার পর দীর্ঘদিন তা অযত্ন ও অবহেলায় পড়ে থাকলেও সংরক্ষণ ও সংস্কারের কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি।

ইউএনও ইসমত আরা জানান, গণকবরের বিষয়টি গণমাধ্যমে প্রকাশিত হওয়ার পর তিনি জানতে পারেন। তরগাঁওয়ের আরেকটি গণকবর সংরক্ষণে এলজিইডির আর্থিক সহায়তা চাওয়া হয়েছে।

আরও খবর