পি কে হালদারের মাসহ ২৫ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

আলোকিত প্রতিবেদক : সাড়ে তিন হাজার কোটি টাকা আত্মসাতের ঘটনায় পলাতক প্রশান্ত কুমার হালদার ওরফে পি কে হালদারের মাসহ ২৫ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেছেন হাইকোর্ট।

মঙ্গলবার বিচারপতি নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি আহমেদ সোহেলের সমন্বয়ে গঠিত ভার্চুয়াল বেঞ্চ এ আদেশ জারি করেন।

অভিযুক্ত পি কে হালদার ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্স সার্ভিস লিমিটেডের পরিচালক।

নিষেধাজ্ঞার তালিকায় তার মা লীলাবতী হালদারের সাথে সহযোগী অমিতাভ অধিকারীও রয়েছেন।

আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল আমিন উদ্দিন মানিক ও দুদকের পক্ষে ছিলেন খুরশীদ আলম খান।

আদালত বলেন, বিদেশে শত শত কোটি টাকা পাচার হচ্ছে। বাংলাদেশ ব্যাংক কী করছে? এত কিছু হচ্ছে, তারা কিছু করছে না কেন? বাংলাদেশ ব্যাংক দায় এড়াতে পারে না।

পি কে হালদার বিভিন্ন ব্যক্তি ও আর্থিক প্রতিষ্ঠান থেকে সাড়ে তিন হাজার কোটি টাকা হাতিয়ে নিয়ে কানাডার বেগমপাড়ায় রাজকীয় জীবনযাপন করছেন।

আরও খবর