পুড়িয়ে চা দোকানি হত্যা : পুলিশের ভেতরে কারা এসব ঘটাচ্ছে-সংসদে প্রশ্ন
নিজস্ব প্রতিবেদক : রাজধানীর মিরপুরে চাঁদা না দেওয়ায় চা দোকানি বাবুল মাতব্বরকে পুড়িয়ে মেরেছে পুলিশ।
এ ঘটনায় জনমনে ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যায় বিষয়টি নিয়ে সংসদে প্রশ্ন তুলেছেন সুনামগঞ্জ-৪ আসনের সাংসদ পীর ফজলুর রহমান।
তিনি বলেন, সমস্ত অনলাইন পত্রিকা ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ‘মাছের রাজা ইলিশ, আর মানুষের রাজা পুলিশ’ বলে অভিহিত করা হচ্ছে।
সাংসদ প্রশ্ন রাখেন, পুলিশ বাহিনীর ভেতরে থেকে যারা এসব ঘটনা ঘটাচ্ছে, তারা কারা?
তিনি এ ধরনের কার্যক্রমের বিরুদ্ধে সরকার কী ধরনের ব্যবস্থা নিচ্ছে-তা জানাতে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে ৩০০ বিধিতে বিবৃতি দাবি করেন।