সাংবাদিক শিমুল হত্যাকান্ড : মেয়র মীরু ঢাকায় গ্রেফতার
আলোকিত প্রতিবেদক : সিরাজগঞ্জের শাহজাদপুরে সাংবাদিক আবদুল হাকিম শিমুল হত্যা মামলায় পৌর মেয়র হালিমুল হক মীরুকে গ্রেফতার করেছে পুলিশ।
রবিবার রাত ১০টার দিকে রাজধানীর শ্যামলী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের উপ-কমিশনার মাশরুকুর রহমান খালেদ সাংবাদিকদের জানান, মেয়র মীরু এক সহযোগীসহ মোটরসাইকেলে করে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন। এ সময় তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মীরুকে সিরাজগঞ্জ পুলিশের হাতে হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।