দেশ উন্নত হচ্ছে, মানুষ সৌন্দর্য পিপাসু : শ্রীপুরে শিক্ষামন্ত্রী

সাদেক মিয়া, শ্রীপুর : টিউলিপ ফুলের বাল্ব সংরক্ষণের জন্য যে সুবিধাদি দরকার, আমাদের এখানে সেটি নেই। টিউলিপের জন্য বিশেষায়িত যদি কিছু দরকার হয়, সরকার সামর্থ্যের ওপর সেই ব্যবস্থা করবে। বাংলাদেশে এখন ব্যাপকভাবে ফুল উৎপাদন হচ্ছে।

রবিবার দুপুরে গাজীপুরের শ্রীপুরের কেওয়া গ্রামে দেলোয়ার দম্পতির টিউলিপ বাগান পরিদর্শনে গিয়ে শিক্ষামন্ত্রী দীপু মনি সাংবাদিকদের এসব কথা বলেন।

তিনি বলেন, দেশটা উন্নত হচ্ছে। মানুষ সৌন্দর্য পিপাসু। সেই সৌন্দর্য বোধটাও সবার মধ্যে ছড়িয়ে যাবে। দেশের এগিয়ে যাওয়ার জন্য এটি ভালো।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তরিকুল ইসলাম, উপজেলা চেয়ারম্যান শামসুল আলম প্রধান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি হুমায়ুন কবির হিমু প্রমুখ।

আরও খবর