ভয়াবহ পরিস্থিতি তৈরির জন্য আ.লীগের বিচার হবে : ফখরুল

আলোকিত প্রতিবেদক : বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গুম হওয়ার সঙ্গে আমরা পরিচিত ছিলাম না। এটা লাতিন আমেরিকায় ঘটত, কিছুটা নর্থ কোরিয়াতে ঘটত।

তিনি বলেন, বাংলাদেশে এত আন্দোলন হয়েছে, সংগ্রাম হয়েছে, খুন হয়েছে, কিন্তু হঠাৎ করে নেই, তুলে নিয়ে গেল সাদা পোশাকধারী লোকেরা। তারপর আর খোঁজ পাওয়া যায় না।

ইলিয়াস আলীর ঘটনাটা আমাদের কাছে নতুন ছিল। চৌধুরী আলমসহ পরবর্তী ঘটনাগুলো ঠিক একইভাবে ঘটেছে।

শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে জাতীয়তাবাদী হেল্প সেল আয়োজিত অনুষ্ঠানে মির্জা ফখরুল এসব কথা বলেন।

নিখোঁজ ছাত্রদল নেতা সোহেলের কন্যাশিশু সাফার ছবি রাজধানীর দেয়ালে দেয়ালে ছড়িয়ে পড়ার কথা উল্লেখ করে তিনি বলেন, ছবিটার দিকে তাকালে কোন হৃদয়বান মানুষের স্থির থাকা সম্ভব নয়। আজকে পরিবারগুলোর দিকে তাকালে নিজেকে খুব অপরাধী মনে হয়।

গুমের শিকার ব্যক্তিদের পরিবারের সদস্যদের আশ্বস্ত করে বিএনপি মহাসচিব বলেন, এই অন্ধকার কেটে যাবে। যে ভয়াবহ পরিস্থিতি আওয়ামী লীগ তৈরি করেছে, এর জন্য তাদের বিচারের আওতায় আনা হবে।

আরও খবর