গাজীপুরে শিক্ষাবিদ ইকবাল সিদ্দিকী চিরনিদ্রায় শায়িত

আলোকিত প্রতিবেদক : গাজীপুরের ইকবাল সিদ্দিকী স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ ইকবাল সিদ্দিকীকে চিরনিদ্রায় শায়িত করা হয়েছে।

রবিবার জোহরের নামাজের পর রাজেন্দ্রপুর ক্যান্টনমেন্ট এলাকার কচি-কাঁচা একাডেমি প্রাঙ্গণে জানাজা নামাজ শেষে তাকে সমাহিত করা হয়।

এতে এলাকাবাসী, শিক্ষার্থী, অভিভাবক, সেনা কর্মকর্তা, জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতৃবৃন্দসহ বিভিন্ন স্তরের মানুষ অংশগ্রহণ করেন।

এর আগে শনিবার সন্ধ্যায় রাজধানীর জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় এই শিক্ষাবিদ মারা যান।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল প্রায় ৫৫ বছর। তিনি স্ত্রী ও কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

ইকবাল সিদ্দিকী কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকীর ছোট ভাই। তিনি গত জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর-৩ আসন থেকে ধানের শীষ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন।

ইকবাল সিদ্দিকী এক সময় ইংরেজি দৈনিক বাংলাদেশ অবজারভারের জেলা প্রতিনিধি ছিলেন। তিনি শিক্ষার প্রসারে অগ্রণী ভূমিকা রেখেছেন।

আরও খবর