সিইসির বিবেক ও লজ্জাবোধ বলতে কিছু নেই : এমাজউদ্দীন
আলোকিত প্রতিবেদক : ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য এমাজউদ্দীন আহমদ বলেছেন, প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিব উদ্দীন আহমেদের বিবেক ও লজ্জাবোধ বলতে কিছু নেই। লজ্জা ও বিবেক বোধ থাকলে একটি দিনের জন্যও তিনি এই পদে বহাল থাকতেন না।
মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে জিয়া পরিষদ আয়োজিত ‘গণতন্ত্র প্রতিষ্ঠায় শহীদ জিয়ার ভূমিকা’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
এমাজউদ্দীন আহমদ আরও বলেন, নির্বাচনকে ঘিরে এত মানুষ মারা গেল। কিন্তু ইসি কোন পদক্ষেপ নিচ্ছে না। চলমান সহিংসতার ঘটনায় আজ হোক কাল হোক মামলা হবে।