নারায়ণগঞ্জে কার্গোর ধাক্কায় লঞ্চডুবি : ২৬ লাশ উদ্ধার
আলোকিত প্রতিবেদক : নারায়ণগঞ্জের কয়লাঘাট এলাকায় শীতলক্ষ্যা নদীতে কার্গো জাহাজের ধাক্কায় লঞ্চডুবির ঘটনায় ২৬ জনের লাশ উদ্ধার করা হয়েছে।
সোমবার বিকেল পর্যন্ত ডুবে যাওয়া লঞ্চটি নদীর পূর্বপাড়ে এনে তল্লাশি চালিয়ে লাশগুলো উদ্ধার করা হয়।
ফায়ার সার্ভিস, কোস্টগার্ড, নৌ পুলিশ ও বিআইডব্লিউটিএ উদ্ধার অভিযান চালাচ্ছে।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা বারিক জানান, লঞ্চটি থেকে প্রথমে পাঁচজনের এবং পরে ২১ জনের লাশ উদ্ধার করা হয়েছে।
আগের চারজন হলেন মুন্সিগঞ্জের মালপাড়া এলাকার হারাধন সাহার স্ত্রী সুনিতা, উত্তর চরমসুরার অলিউল্লাহর স্ত্রী সখিনা, প্রীতিময় শর্মার স্ত্রী প্রতিমা ও নয়াগাঁও পূর্বপাড়ার মিথুন মিয়ার স্ত্রী লতা।
নারায়ণগঞ্জ থেকে মুন্সিগঞ্জের উদ্দেশে ছেড়ে যাওয়া যাত্রীবাহী লঞ্চটি রবিবার সন্ধ্যায় একটি কার্গো জাহাজের ধাক্কায় ডুবে যায়।