মহাসড়কে নয়, অভ্যন্তরীণ সড়কে চলতে পারবে ইজিবাইক : সুপ্রিম কোর্ট
আলোকিত প্রতিবেদক : দেশের মহাসড়কগুলোতে ব্যাটারিচালিত থ্রি-হুইলার ইজিবাইক চলাচল বন্ধের নির্দেশ দিয়েছেন সুপ্রিম কোর্ট।
সোমবার হাইকোর্টের আদেশ সংশোধন করে প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন তিন সদস্যের আপিল বেঞ্চ এ আদেশ দেন।
এর আগে এক রিট আবেদনের প্রেক্ষিতে গত বছরের ১৫ ডিসেম্বর সারা দেশের সড়ক থেকে অবৈধ থ্রি-হুইলার ইজিবাইক অপসারণের নির্দেশ দেন হাইকোর্ট।
পরে বাংলাদেশ ইলেকট্রিক ট্রাই-সাইকেল ম্যানুফ্যাকচারিং এন্ড মার্চেন্ট এসোসিয়েশনের সভাপতি কামাল উদ্দীন আহমেদ ও সাধারণ সম্পাদক আহসান সামাদসহ আটজন পৃথক তিনটি আপিল আবেদন করেন।
আবেদনকারীদের আইনজীবী মনিরুজ্জামান আসাদ বলেন, এসব যানবাহনের সঙ্গে হাজার হাজার মানুষের জীবিকা জড়িত। এ অবস্থায় সব সড়কের স্থলে মহাসড়ক শব্দ যুক্ত করে হাইকোর্টের আদেশ সংশোধনের আরজি জানানো হয়।
আপিল বিভাগ শুনানি নিয়ে বলেছেন, থ্রি-হুইলার ইজিবাইক মহাসড়কে চলতে পারবে না। ফলে এগুলো অভ্যন্তরীণ সড়কে চলতে পারবে।