শ্রীপুরে অসহায় বৃদ্ধার লাশ দাফনে বাধা!

আলোকিত প্রতিবেদক : গাজীপুরের শ্রীপুরে অসহায় বৃদ্ধার লাশ দাফনে বাধা প্রদানের অভিযোগ উঠেছে।

শনিবার উপজেলার ভাংনাহাটি এলাকায় এ অমানবিক ঘটনা ঘটে।

এলাকাবাসী জানান, স্বামী আবদুল রাশিদ মারা যাওয়ার পর পৈতৃক ভিটায় বসবাস করতেন ৭৫ বছর বয়সী পরিমন নেছা। বেলা ১১টার দিকে মারা যান তিনি।

পরে বাপ-দাদার দেওয়া ইজমালি কবরস্থানে বিকেল তিনটায় তাকে দাফনের ঘোষণা দেওয়া হয়। সে অনুযায়ী কবরও খোঁড়া হয়।

কিন্তু তার চাচাতো ভাই হাফিজ উদ্দিনের ছেলে নাজিম উদ্দিন গং বাধা দেয়। তারা জোর করে কবরটি ভরাট করে ফেলেন।

এ ঘটনায় জনমনে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়। এরপর প্রতিবেশী শুক্কুর আলীর পারিবারিক কবরস্থানে সন্ধ্যা ছয়টায় তাকে দাফন করা হয়।

এ ব্যাপারে নাজিম উদ্দিন বলেন, জমি নিয়ে মামলা থাকার কারণে ওই স্থানে তার ফুফুকে কবর দিতে বাধা দেওয়া হয়েছে।

আরও খবর