গাজীপুরে ইয়েস কার্ড পেল ২০ সাঁতারু
ক্রীড়া প্রতিবেদক : গাজীপুরে সাঁতারু বাছাই প্রতিযোগিতা সম্পন্ন হয়েছে।
শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত মহানগরীর রাজদীঘিতে বাংলাদেশ সুইমিং ফেডারেশন এ প্রতিযোগিতার আয়োজন করে।
এতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ১২০ জন ছেলে ও ১১ জন মেয়ে অংশ নেয়।
প্রতিযোগিতায় জেলার সেরা সাঁতারু হিসেবে ১৪ জন ছেলে ও ৬ জন মেয়ে নির্বাচিত হয়।
এ উপলক্ষে গাজীপুর প্রেসক্লাব চত্বরে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর-২ আসনের সাংসদ এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি জাহিদ আহসান রাসেল।
উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন সুইমিং ফেডারেশনের সভাপতি ও নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল নিজামউদ্দিন আহমেদ।
পরে প্রধান অতিথি বিজয়ীদের গলায় মেডেল পরিয়ে দেন।
গাজীপুর জেলা প্রশাসক এস এম আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক মো. মাহমুদ হাসান, সুইমিং ফেডারেশনের সাধারণ সম্পাদক রফিজ উদ্দিন রফিজ, সাঁতারু মাহফুজা খাতুন শিলা প্রমুখ।