শ্রীপুরে পৌর কর্মচারীর কোটি টাকা আত্মসাৎ, মেয়রের মামলা
সাদেক মিয়া, শ্রীপুর : গাজীপুরের শ্রীপুর পৌরসভার কর আদায়কারী শফিউল আলমের বিরুদ্ধে এক কোটি ছয় লাখ টাকা আত্মসাতের অভিযোগে মামলা হয়েছে।
পৌর মেয়র আনিছুর রহমান বাদী হয়ে রবিবার রাতে থানায় মামলাটি করেন।
অভিযুক্ত শফিউল ময়মনসিংহের ভালুকা উপজেলার ভাটগাঁও গ্রামের হাফিজুর রহমানের ছেলে।
মেয়র জানান, শফিউল ২০১৭ সালের ৮ জুন কর আদায়কারী হিসেবে যোগদান করেন। গত ১৭ ফেব্রুয়ারি র্যাব-১৪ তাকে গ্রেফতার করে শেরপুরের শ্রীবরদী থানায় হস্তান্তর করে।
সেখান থেকে শফিউলকে মামলা দিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। এ ঘটনার পর তাকে সাময়িক বরখাস্ত করা হয়।
শফিউল আদায়কৃত কর পৌরসভার ব্যাংক হিসাবে জমা দিয়ে তার জিম্মায় রাখেন। তিনি বর্তমানে জামিনে আছেন।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খোন্দকার ইমাম হোসেন জানান, শফিউলের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও প্রতারণার মামলা হয়েছে। তাকে গ্রেফতারের চেষ্টা চলছে।