নূর ও হুদা নির্মমভাবে গুলি করে কামালকে হত্যা করে : প্রধানমন্ত্রী
আলোকিত প্রতিবেদক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমার আব্বা যেমন সারা জীবন এই দেশের জন্য ত্যাগ স্বীকার করেছেন, সন্তান হিসেবে আমরাও।
তিনি বলেন, কোন হা-হুতাশ বা অতিরিক্ত চাওয়া, সেগুলো আমাদের ছিল না। খুব সাধারণভাবে জীবনযাপন করা, একটা আদর্শ নিয়ে চলা এবং দেশের মানুষকে ভালোবাসা।
প্রধানমন্ত্রী বলেন, নূর আর কামাল এক সঙ্গে মুক্তিযুদ্ধ চলাকালীন সময় কর্নেল ওসমানীর এডিসি হিসেবে কাজ করেছে। যখন বাসা আক্রমণ করে, কামাল নিচের বারান্দায় চলে যায়। সে যখন দেখে নূর-হুদা ঢুকছে, তাদেরকে তখন বলেছিল যে আপনারা এসে গেছেন, খুব ভালো হয়েছে।
দেখেন বাসা কারা আক্রমণ করেছে। এই কথা শেষ করতে পারেনি, ওই নূরের হাতের অস্ত্রই গর্জে ওঠে। ওরা কামালকে নির্মমভাবে গুলি করে হত্যা করে।
বৃহস্পতিবার ক্যাপ্টেন শেখ কামালের ৭২তম জন্মদিন উদযাপন ও শেখ কামাল জাতীয় ক্রীড়া পরিষদ পুরস্কার প্রদান অনুষ্ঠানে সরকার প্রধান এসব কথা বলেন।