বিদ্যুৎ উৎপাদন কম হওয়ার কথা স্বীকার করলেন প্রতিমন্ত্রী
আলোকিত প্রতিবেদক : বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু বলেছেন, যান্ত্রিক ত্রুটির কারণে অনেক কেন্দ্র তাৎক্ষণিক বন্ধ করতে হয়। গ্যাসভিত্তিক কেন্দ্রে গ্যাস সরবরাহের স্বল্পতা ও কাপ্তাই হ্রদে পানির স্তর কমে যাওয়ায় বিদ্যুৎ উৎপাদন কম হচ্ছে।
মঙ্গলবার জাতীয় সংসদে সরকারি দলের সাংসদ সোহরাব উদ্দিনের এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।
জাসদের এ কে এম রেজাউল হক তানসেনের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, সাশ্রয়ী ব্যবহার নিশ্চিত করার জন্য গ্যাসের দাম বাড়ানোর বিষয়টি বিবেচনা করা হচ্ছে।