খুলনায় ফেসবুক কোরআন প্রতিযোগিতার পুরস্কার বিতরণী

আলোকিত প্রতিবেদক : খুলনা কম্পিউটার ট্রেনিং এন্ড ডিজাইন হাউজ কার্যালয়ে সোশ্যাল মিডিয়া কোরআন প্রচার ফাউন্ডেশনের উদ্যোগে দ্বিতীয় পর্বের পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে মহানগরীর শামসুর রহমান রোড এলাকার ওই প্রতিষ্ঠানে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকারী হলেন মিরাজ হোসাইন (খুলনা), দ্বিতীয় আবু আবিদ মামুন (ঢাকা), তৃতীয় ফেসবুক নাম নিঝুম রাত্রি (খুলনা)।

এ ছাড়া হেলাল উদ্দিন (সাতক্ষীরা), ফেসবুক নাম সৌদি আরবের রাজধানী (কুষ্টিয়া) ও জান্নাতুল ফেরদৌস ইসলামকে (লন্ডন প্রবাসী) বিশেষ পুরস্কার দেওয়া হয়।

ফাউন্ডেশনের সভাপতি হাফেজ মাওলানা মো. সাইফুল্লাহ মানসুরের সভাপতিত্বে ও মাওলানা মাহদী হাসানের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন জেলা ইমাম পরিষদের সাধারণ সম্পাদক মাওলানা গোলাম কিবরিয়া।

বিশেষ অতিথি ছিলেন রিয়াজুল জান্নাহ হিফজ মাদ্রাসার মহাপরিচালক মুফতি আনোয়ার হোসাইন, দৈনিক সংগ্রামের খুলনা ব্যুরো প্রধান আবদুর রাজ্জাক রানা, আইন ও অধিকার বাস্তবায়ন ফোরামের সভাপতি এস এম দেলোয়ার হোসেন, শিক্ষাবিদ মোস্তাফিজুর রহমান প্রমুখ।

আরও খবর