শ্রীপুরে ১৩ কোটি টাকার বনভূমিতে ১০ বাড়ি ও কিন্ডারগার্টেন!

আলোকিত প্রতিবেদক : গাজীপুরের শ্রীপুরে ১৩ বিঘা বনভূমি দখল করে বাড়িঘর ও কিন্ডারগার্টেন গড়ে উঠেছে।

শ্রীপুর সদর বিটের বেড়াইদেরচালা এলাকায় দীর্ঘদিন ধরে এ দখলযজ্ঞ চললেও কর্তৃপক্ষের কোন তৎপরতা নেই।

সরেজমিনে দেখা যায়, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ২ নম্বর সিএন্ডবির পাশে এসকিউ সোয়েটার কারখানা। কারখানা ঘেঁষে কেওয়া মৌজার সিএস ও এসএ ৯৩৩ নং দাগের বনভূমি।

সেখানে গড়ে উঠেছে ১০টি বাড়ি ও শতদল শিশু একাডেমি। আরও দুটি পাকা ঘরের নির্মাণ কাজ চলছে।

অব্যাহত দখলে নীরব বিট অফিস

প্রায় ১০০ ঘর এরই মধ্যে ভাড়া দেওয়া হয়েছে। অবশিষ্ট খালি জায়গা বাগান সৃজনসহ নানাভাবে দখলের পাঁয়তারা চলছে।

দখলকারীদের অন্যতম একজন হলেন শামসুল হক। তার ছেলে সেলিম শেখ গাজীপুর সিটি মেয়র জাহাঙ্গীর আলমের একান্ত সচিব।

তাদের দখলীয় বনভূমির পরিমাণ প্রায় ১০ বিঘা। বাকি অংশ শামসুল হকের চাচাতো ভাই রফিকুল পরিবারের দখলে।

এলাকাবাসী জানান, সেলিম শেখের ভাই শাহীন শতদল স্কুলটি গড়ে তুলেন। বনভূমিতে তাদের পাঁচটি বাড়ি ও একটি পুকুর রয়েছে।

তারা আরও জানান, দখলীয় ভূমির স্থানীয় বাজারমূল্য অন্তত ১৩ কোটি টাকা। সেলিম শেখের দাপটে অনেকে তটস্থ।

এদিকে সেলিম শেখের চাচা আবুল কালাম আজাদ গত ৩ অক্টোবর ঢাকা বিভাগীয় বন কর্মকর্তা বরাবর বনভূমি উদ্ধারের আবেদন করেছেন।

তিনি আলোকিত নিউজকে বলেন, ওই জমির মালিকানা নিয়ে গাজীপুর আদালতে মামলা করা হলে বন বিভাগের পক্ষে রায় হয়। অবৈধ দখল থেকে জমি উদ্ধার করা প্রয়োজন।

আবেদনের কারণ হিসেবে বলেন, তারা নয় ভাই-বোন। জমির দখল নিয়ে প্রায় সময় ঝগড়া-বিবাদ লেগে থাকায় পারিবারিক শান্তি ও সুষ্ঠু পরিবেশ নষ্ট হচ্ছে।

জানতে চাইলে সেলিম শেখ আলোকিত নিউজকে বলেন, আমার পরিচয় সম্পর্কে জানেন কি না? আমার নাম্বার কোথায় পেয়েছেন?

দখল প্রসঙ্গে বলেন, জমি বন বিভাগের হয় কীভাবে? একজন আবেদন তো করতেই পারে। এটা সরকারের বিষয়।

এ ব্যাপারে বিট কর্মকর্তা সেলিম মিয়া আলোকিত নিউজকে বলেন, কাগজপত্র ঘেঁটে দেখেছি ৯৩৩ ও ৯৩৪ নং দাগ আমাদের। সার্ভেয়ার নিয়ে মাপজোখ করব।

আরও খবর