সৌদিতে ১১ রাজপুত্র ও ৪ মন্ত্রী আটক
ডেস্ক নিউজ : সৌদি আরবে দুর্নীতিবিরোধী অভিযানে ১১ জন রাজপুত্র, চারজন মন্ত্রী ও বেশ কয়েকজন সাবেক মন্ত্রীকে আটক করা হয়েছে।
একই সাথে সৌদি ন্যাশনাল গার্ড ও নৌবাহিনী প্রধানের পদেও পরিবর্তন আনা হয়েছে।
বিবিসির খবরে বলা হয়, শনিবার যুবরাজ মোহাম্মদ বিন সালমানকে প্রধান করে দুর্নীতি দমন কমিটি গঠন করা হয়। এরপর শুরু হয় অভিযান।
সৌদির পত্রিকা আল-আরাবিয়ার খবরে বলা হয়, দেশটিতে ২০০৯ সালে হওয়া বন্যা ও ২০১২ সালে মার্স ভাইরাস ছড়িয়ে দেওয়ার ঘটনায়ও নতুন করে তদন্ত শুরু হয়েছে।
সৌদি আরবের সরকারি বার্তা সংস্থা এসপিএ জানায়, যুবরাজ যে কাউকে গ্রেফতার করাতে পারবেন। এ ছাড়া যে কারও ভ্রমণে নিষেধাজ্ঞা আরোপের ক্ষমতাও তাকে দেওয়া হয়েছে।