কাপাসিয়ায় ডায়মন্ডের দূষণের বিরুদ্ধে মানববন্ধন

শামসুল হুদা লিটন : গাজীপুরের কাপাসিয়ায় ডায়মন্ড এগের বিরুদ্ধে মানববন্ধন করেছেন এলাকাবাসী।

সোমবার দুপুরে চলাচলের রাস্তা নষ্ট ও পরিবেশ দূষণের অভিযোগে কেন্দুয়াব চৌরাস্তায় এ মানববন্ধন করা হয়।

ডায়মন্ড গ্রুপের ওই প্রতিষ্ঠানটি উপজেলার টোক ইউনিয়নের কেন্দুয়াব এলাকায় অবস্থিত।

এ ছাড়া কোম্পানির খাদ্য পরিবহনকারী ট্রাক স্থানীয় সাইফুল ইসলামের মহিষের গাড়িকে ধাক্কা দিলে এক মহিষের পা ভেঙে যায় ও তিনি আহত হন।

মানববন্ধনে বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান শরীফ মোহাম্মদ ওয়াহিদ, ইউপি মেম্বার আবদুস সামাদ, মুক্তিযোদ্ধা আরব আলী, আওয়ামী লীগ নেতা হোসেন আলী, ডা. শহীদুল্লাহ আকন্দ, দানেস মিয়া, সাবেক সেনা সদস্য শহীদুল্লাহ, আতাউর রহমান, আবদুস সালাম, আবদুল কাইয়ুম প্রমুখ।

তারা অভিযোগ করেন, ডায়মন্ডের মুরগির বিষ্ঠা যত্রতত্র ফেলায় কৃষি জমি নষ্ট হচ্ছে। ভারী যানবাহন চলাচলে রাস্তাও অল্প সময়ে ভেঙে যাচ্ছে।

বক্তারা আরও বলেন, বিষ্ঠা পরিবহনের সময় রাস্তায় পড়ে পরিবেশের দূষণ ঘটছে। আমরা প্রশাসনের সহযোগিতা চাই।

আরও খবর