কাপাসিয়ায় হাত বাড়ালেই মিলছে ইয়াবা
আলোকিত প্রতিবেদক : গাজীপুরের কাপাসিয়ায় মাদক ব্যবসা ছড়িয়ে পড়েছে।
উপজেলার প্রত্যন্ত গ্রামেও হাত বাড়ালেই মিলছে ইয়াবা ট্যাবলেট ও গাঁজা।
ফলে ছাত্র ও যুব সমাজ বিপথগামী হওয়ার পাশাপাশি ঘটছে আইন-শৃঙ্খলার অবনতি।
সচেতন মহল বলছেন, থানার কতিপয় কর্মকর্তা মাদক ধরে ছেড়ে দেওয়ায় অভিযুক্তরা উৎসাহিত হচ্ছেন। এ ছাড়া কিছু রাজনৈতিক লোক জড়িত থাকায় জনসাধারণ ভয়ে মুখ খুলতে চান না।
কাপাসিয়া থানার পরিদর্শক (অপারেশন) মনিরুজ্জামান খান আলোকিত নিউজকে বলেন, মাদক ধরা হচ্ছে। প্রতি মাসে মোট মামলার প্রায় অর্ধেক মাদকের।
কোন মাদক বেশি উদ্ধার হয়-জানতে চাইলে তিনি বলেন, ইয়াবা বেশি। গাঁজা মাঝে-মধ্যে ধরা হয়।
আলোকিত নিউজের অনুসন্ধানে মাদক ব্যবসায়ীদের ব্যাপারে তথ্য ওঠে আসছে। আজ দেওয়া হল প্রথম কিস্তি।
উপজেলার কান্দানিয়া এলাকার শামসুল চিহ্নিত ইয়াবা ব্যবসায়ী। পুলিশ তাকে একাধিকবার আটক করেছিল। তিনি বিদেশ চলে যাওয়ার পর হাল ধরেছেন তার ভাই ইমরান।
তরগাঁও এলাকার ইয়াবা ব্যবসায়ী সোহেল, রানা, রিপন, ঋষিপাড়ার জুয়েল, ঋষিপাড়া মোড়ের বিপ্লব, দক্ষিণপাড়ার বাবু ও পশ্চিমপাড়ার জুয়েল।
দক্ষিণ খামের এলাকার ইয়াবা ব্যবসায়ী রাজীব ও ত্রিমোহনী এলাকার ফয়সাল। এর মধ্যে রাজীব ইয়াবাসহ গ্রেফতার হয়ে এখন জামিনে আছেন।