চলতি বছর জন্ম নেবে ৪৮ হাজার রোহিঙ্গা শিশু

ডেস্ক নিউজ : বাংলাদেশে চলতি বছর রোহিঙ্গা শিবিরগুলোতে অন্তত ৪৮ হাজার শিশু জন্ম নিতে যাচ্ছে।

শুক্রবার আন্তর্জাতিক শিশুবিষয়ক সংস্থা সেভ দ্য চিলড্রেনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, শিবিরগুলোতে প্রতিদিন অন্তত ১৩০টি শিশু জন্ম নেবে। তাদের অধিকাংশের ডিপথেরিয়া, কলেরা ও হামসহ নানা রোগ ও পুষ্টিহীনতার মারাত্মক ঝুঁকি রয়েছে।

গত বছরের ২৫ আগস্ট মিয়ানমারের রাখাইন রাজ্যে সেনাবাহিনীর নিধন অভিযান শুরু হলে লাখ লাখ রোহিঙ্গা পালিয়ে আসে।

জাতিসংঘের তথ্য অনুযায়ী, এসব শরণার্থীর ৬০ ভাগ নারী ও শিশু। স্থানীয় হিসাবে আশ্রয় নেওয়া নারীদের মধ্যে অন্তঃসত্ত্বা ৭০ হাজার।

আরও খবর