গাজীপুরে হুয়া-থাই সিরামিকসের দূষণে বন ও জনস্বাস্থ্য হুমকিতে

আলোকিত প্রতিবেদক : গাজীপুরে হুয়া-থাই সিরামিকস ইন্ডাস্ট্রিজের দূষণ মারাত্মক আকার ধারণ করছে।

এতে সংরক্ষিত বনভূমি ও জনস্বাস্থ্য হুমকির মুখে পড়েছে।

সরেজমিনে দেখা যায়, সদর উপজেলার হোতাপাড়া এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক সংলগ্ন পশ্চিম পাশে হুয়া-থাই সিরামিকস অবস্থিত। কারখানাটির সামনে মহাসড়ক দখল করে ট্রাকের সারি।

ট্রাকগুলো মাটি ও বালুসহ উৎপাদন সামগ্রী পরিবহনের কাজে ব্যবহার হচ্ছে। দখলীয় অংশজুড়ে পাউডার-জাতীয় সাদা মাটি ও টাইলসের টুকরোর রাজত্ব।

বিশেষ করে সাদা ধুলা বাতাসে ওড়ে ছড়িয়ে পড়ছে আশপাশে। আক্রান্ত হচ্ছে শিক্ষার্থীসহ বিভিন্ন পেশার মানুষ।

পথচারীরা জানান, ফুটপাত দখল হওয়ায় ঝুঁকি নিয়ে চলাচল করতে হয়। পাশাপাশি বায়ু দূষণে শ্বাসকষ্টসহ নানা সমস্যা দেখা দিচ্ছে।

কারখানাটির পশ্চিম পাশে বনভূমির ওপর দিয়ে তৈরি করা হয়েছে ড্রেন। ড্রেনটি দিয়ে তরল বর্জ্য দিন-রাত নির্গত হচ্ছে।

ক্রমান্বয়ে উজাড় হচ্ছে বন

বৃষ্টি হলে তা ড্রেন উপচে ছড়িয়ে পড়ে। ধীরে ধীরে মাটি দূষণ ঘটায় গাছ মরে বন উজাড় ও নতুন উদ্ভিদ জন্মানোর পরিবেশ বিনষ্ট হচ্ছে।

মহাসড়কের পূর্ব পাশের ড্রেনও গত বছর বনের ভেতর দিয়ে করা হয়েছে। কাটা হয়েছে কিছু ছোট-বড় গজারি ও বেত গাছ।

এ ব্যাপারে কারখানার জিএম মো. ইফতেখারের সাথে মোবাইলে যোগাযোগ করলে তিনি কথা বলতে রাজি হননি।

কারখানা সূত্র জানায়, একজন চীনা নাগরিক ২০০২ সালে হুয়া-থাই সিরামিকস প্রতিষ্ঠা করেন। পরে চাঁদপুরের বিএনপি দলীয় সাবেক সংসদ সদস্য জি এম ফজলুল হক কারখানাটি কিনে নেন।

এদিকে কঠিন ও তরল বর্জ্য নির্গত করে পরিবেশ দূষণের দায়ে কারখানাটিকে ২০১২ সালের ৯ মে ২০ লাখ টাকা জরিমানা করেন পরিবেশ অধিদপ্তরের এনফোর্সমেন্ট।

এরপর পরিবেশ অধিদপ্তর কিংবা জেলা প্রশাসনের আর কোন অভিযানের খবর পাওয়া যায়নি।

বিষয়টি নিয়ে রাজেন্দ্রপুর রেঞ্জের মনিপুর বিট কর্মকর্তা নূর মোহাম্মদের সাথে যোগাযোগ করলে তিনিও কথা বলতে রাজি হননি।

আরও খবর