টিকা না নিলে ১২ বছরের বেশি বয়সী শিক্ষার্থীরা স্কুলে যেতে পারবে না

আলোকিত প্রতিবেদক : মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম বলেছেন, এখন থেকে ১২ বছরের বেশি বয়সী শিক্ষার্থীদের স্কুলে যেতে করোনার অন্তত এক ডোজ টিকা নিতে হবে। না হলে স্কুলে যেতে পারবে না।

বৃহস্পতিবার সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

সচিব বলেন, এই বিষয়ে গত সোমবার আন্তঃমন্ত্রণালয় সভায় আলোচনা হয়েছিল। আজকে তা নিশ্চিত করা হয়েছে।

এখনো তো অধিকাংশ শিক্ষার্থীকে টিকা দেওয়া হয়নি-এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, টিকা এখন গ্রামগঞ্জে সহজলভ্য। এ জন্যই আরোপ করা।

আরও খবর