তাইওয়ানে ভূমিকম্প : নিহতের সংখ্যা বেড়ে ১১
ডেস্ক নিউজ : তাইওয়ানের দক্ষিণাঞ্চলে ভূমিকম্প আঘাত হেনেছে।
শনিবার ভোরের দিকে ওই ভূমিকম্প হয়।
যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা বলছে, ভূমিকম্পের তীব্রতা ছিল ৬.৪।
এএফপির খবরে বলা হয়, ভূমিকম্পে তাইনান শহরের চারটি ভবন ধসে পড়েছে। এর মধ্যে ১৬ তলা ভবনটির বেশি ক্ষয়ক্ষতি হয়েছে।
ভূমিকম্পে এ পর্যন্ত ১০ মাসের শিশুসহ ১১ জন নিহতের খবর পাওয়া গেছে।