রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ায় ভূয়সী প্রশংসা জোলির
আলোকিত প্রতিবেদক : হলিউডের জনপ্রিয় অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি কক্সবাজারের রোহিঙ্গা শিবির পরিদর্শন করেছেন।
জাতিসংঘের শরণার্থী-বিষয়ক সংস্থা ইউএনএইচসিআরের এই বিশেষ দূত তিন দিনের সফরে সোমবার ঢাকায় আসেন।
মঙ্গলবার কুতুপালংয়ে সংবাদ সম্মেলনে ১০ লাখের বেশি রোহিঙ্গাকে আশ্রয় দেওয়ায় বাংলাদেশের ভূয়সী প্রশংসা করেন তিনি।
জোলি বলেন, বাংলাদেশ যে বদান্যতা দেখিয়েছে, তা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। আর এটা মানবিকতার দৃশ্যমান নিদর্শন।
তিনি বলেন, কয়েক মাসের মধ্যে সাত লাখের বেশি রোহিঙ্গা রাখাইন থেকে চলে আসতে বাধ্য হয়। এখনো বাংলাদেশে রোহিঙ্গাদের আসা অব্যাহত আছে।
জোলি বলেন, রোহিঙ্গাদের যে দেশে জন্ম, সেই দেশের নাগরিকত্ব তারা পায়নি। এটি সবচেয়ে বড় মানবাধিকার লঙ্ঘন।
তিনি আরও বলেন, দেশে ফেরার পূর্ণ অধিকার আছে রোহিঙ্গাদের। তবে তখনই তারা দেশে ফিরবে, যখন মনে করবে যথেষ্ট নিরাপত্তা আছে।