কালিয়াকৈরে ডাচ-বাংলা ব্যাংকের টাকা ছিনতাই : ডাকাত মিন্টুর স্বীকারোক্তি
আলোকিত প্রতিবেদক : গাজীপুরের কালিয়াকৈরে ডাচ-বাংলা ব্যাংকের এক কোটি ৮৪ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় জড়িতদের শনাক্ত করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
এ ঘটনায় উপজেলার রাখালিয়া চালা এলাকার মিন্টুকে (২৮) ও মহানগরীর বোর্ডবাজার থেকে খুলনার পাইকগাছার ইমনকে (৩৫) গ্রেফতার করা হয়েছে।
তাদের বাকি ছয় সহযোগীকে গ্রেফতারের চেষ্টা চলছে।
গ্রেফতারকৃত মিন্টু শনিবার আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
আর ইমনকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড চেয়েছে পুলিশ।
গাজীপুর পুলিশ সুপার হারুন-অর রশীদ প্রেস ব্রিফিংয়ে বলেন, মানি প্ল্যান্টের লোকজন প্রতিদিন রাত ১০টা থেকে ১১টার মধ্যে এটিএম বুথে টাকা লোড করতে যেতেন। ওই দিন রাত তিনটার দিকে কেন লোড করতে গেলেন, তা রহস্যজনক।
তিনি আরও বলেন, লুট করে যাওয়ার সময় কেন বুথের গার্ডরা গুলি করল না, এটাতেও রহস্য আছে।