এমপি বদির খালাতো ভাই শীর্ষ চোরাচালানি মং মং সেন গ্রেফতার

আলোকিত প্রতিবেদক : স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত শীর্ষ চোরাচালানি ও ইয়াবার গডফাদার মং মং সেনকে গ্রেফতার করেছে বিজিবি।

তিনি টেকনাফের আওয়ামী লীগের সাংসদ আবদুর রহমান বদির খালাতো ভাই।

টেকনাফের নামারবাজার এলাকা থেকে শনিবার তাকে গ্রেফতার করা হয়।

এ সময় সাড়ে নয় কেজি স্বর্ণ, বাংলাদেশি মুদ্রায় ৪২ লাখ ৫৮ হাজার টাকা ও মিয়ানমারের মুদ্রায় ৫২ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়।

সাংসদ বদির সৎ ভাই ফয়সালের মা ও মং মং সেনের মা আপন বোন।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ২০১৪ সালে কক্সবাজারের ৭৬৪ জন ইয়াবা ব্যবসায়ীর একটি তালিকা তৈরি করে।

এতে ‘চৌধুরীপাড়া’ অংশে ২১ জনের মধ্যে এক নম্বরে আছেন বদি।

তালিকায় দুই নম্বরে মং মং সেন, তিন নম্বরে বদির ছোট ভাই মৌলভী মুজিবুর রহমান ও পাঁচ নম্বরে ফয়সালের নাম রয়েছে।