গাজীপুরে বন্যপ্রাণী দিবসে শিশু-কিশোর সমাবেশ

আলোকিত প্রতিবেদক : গাজীপুরে বন্যপ্রাণী দিবস উপলক্ষে শিশু-কিশোর সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার মহানগরীর মাস্টারবাড়ি এলাকার বাংলাদেশ ওয়াইল্ডলাইফ সেন্টার অডিটরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বন অধিদপ্তরের প্রধান বন সংরক্ষক মোহাম্মদ সফিউল আলম চৌধুরী।

বিশেষ অতিথি ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মোস্তফা ফিরোজ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. ফিরোজ জামান, অধ্যাপক ড. নূরজাহান সরকার, অধ্যাপক ড. খান হাবিবুর রহমান, গাজীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী, প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের চেয়ারম্যান মুকিত মজুমদার বাবু এবং কেন্দ্রীয় অঞ্চলের বন সংরক্ষক রকিবুল হাসান মুকুল।

স্বাগত বক্তব্য রাখেন সাবেক উপ-প্রধান বন সংরক্ষক ও বাংলাদেশ প্রাণিবিজ্ঞান সমিতির সাধারণ সম্পাদক ড. তপন কুমার দে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ অঞ্চলের বন সংরক্ষক জাহিদুল কবির।

তিনি উপস্থিত শিক্ষার্থীদের বন্যপ্রাণী রক্ষা ও বন ধ্বংসে বাধাদান বিষয়ে শপথ বাক্য পাঠ করান।

এর আগে বেলা ১১টার দিকে প্রধান অতিথিকে ফুল দিয়ে বরণ ও শোভাযাত্রা সেন্টার প্রাঙ্গণ প্রদক্ষিণ করে।

আরও খবর