মুক্তারুজ্জামান মুক্তির কবিতা ‘নারীর পোশাকে শালীনতা’
নারীর পোশাকে শালীনতা
-মুক্তারুজ্জামান খাঁন মুক্তি
নারী সভ্যতার নক্ষত্র তুমি
শ্রেষ্ঠ হতে শ্রেষ্ঠতর
তোমার দেহের পোশাকের শালীনতা।
আজি অশালীন হয়ে নারী
পরপুরুষের কাম-বাসনায় পড়ে
কুদৃষ্টির পাত্রী হলে ভুবনে।
পাশ্চাত্যের তকমা তুলে
হায় লজ্জা ভুলে, বেহায়াপনা করে
সুন্দর হতে সুন্দরতম জীবন ভুলে
শয়তানের ফাঁদে পড়ে
অর্ধনগ্ন পোশাক পরে
ভাবছো তুমি স্মার্ট হলে।
নারী তুমি
আজি সমাজ-সভ্যতার রত্ন
ফ্যাশনের নামে অর্ধনগ্ন হয়ে
আজি চলেছ এই ভুবনে।
তুমি পুরুষের চোখে ক্ষণিকের আলো
সভ্যতার বেসাতি করে
পুরুষগুলো দিচ্ছে তোমায় মিথ্যা মালা।
নারী তুমি কী জানো
পুরুষের চোখ দুটি ব্যভিচারী
শুধুই তোমার দেহের লোভে।
নারী তুমি
রূপের আভ্রুতা ফেলে
চলেছ তুমি এই ভুবনে।
কতক রূপের পুরুষগুলো
চোখে তাদের নেশায় মাতে
নারী অধিকারের কথা বলে
তোমার দেহের আভ্রুতা খোলে
পাপ ও অভিশাপে দেয় তুলে।
রত্ন তুমি, স্বপ্ন তুমি
এই ভুবনের গর্ব তুমি।
অধিকার তোমার আছে ভবে
শালীনতায় পোশাক পরে
বিধাতার বিধানে জীবন গড়ে
তোমার অধিকারে বাঁচো মাথা উঁচু করে।