আলী আকবরের কবিতা ‘মামা নেই তাই’
মামা নেই তাই চাকরি পেলাম না
বেকার ছিলাম ভাই
যেখানে খুঁজেছি চাকরি
বাঁ হাতের কিছু চাই।
চাকরি-বাকরি সবই আছে
যদি থাকে মামা
তা না হলে সবই যে গোল
মিছে ষোল আনা।
অফিসের বড় সাহেব আর ছোট্ট বাবু
সবাই তাকিয়ে আছে
এখন চাকরি কিন্তু তারই হয়
যদি কিছু পায় পাছে।
চাকরি এখন চাই না আমি
দেখব তোদের হাল
দেখব মোদের মামার খেলা
রইবে কত কাল।