ঢাকা ও গাজীপুরসহ সব সিটি করপোরেশন এলাকায় বাস চলবে
আলোকিত প্রতিবেদক : লকডাউনে অফিসগামী কর্মকর্তা-কর্মচারী ও জনসাধারণের দুর্ভোগ লাঘবে গণপরিবহন চলাচল শিথিল করা হচ্ছে।
বুধবার থেকে ঢাকা ও গাজীপুরসহ দেশের সব সিটি করপোরেশন এলাকায় স্বাস্থ্যবিধি মেনে সকাল ছয়টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত বাস ও মিনিবাস চলবে।
তবে বাসে অর্ধেক আসন ফাঁকা রাখতে হবে ও ভাড়া নির্ধারিত হারের চেয়ে ৬০ শতাংশ বেশি কার্যকর করা যাবে।
মঙ্গলবার বিকেলে নিজ বাসভবন থেকে ব্রিফিংয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এ সিদ্ধান্তের কথা জানান।
ঢাকার পরিবহনের সাথে গাজীপুর, নারায়ণগঞ্জ, নরসিংদী ও মুন্সিগঞ্জসহ বিভিন্ন উপজেলা যুক্ত। সিটি করপোরেশন এলাকায় গণপরিবহন চলাচলের অনুমতি দেওয়া মানে পরিস্থিতি প্রায় স্বাভাবিক হওয়া।
সড়কমন্ত্রী আরও জানান, প্রতি ট্রিপ শুরু ও শেষে গাড়ি জীবাণুমুক্ত এবং পরিবহন সংশ্লিষ্ট ব্যক্তি ও যাত্রীদের মাস্ক পরিধান নিশ্চিত করতে হবে। কোনভাবেই ৬০ শতাংশের অতিরিক্ত ভাড়া আদায় করা যাবে না।