কাপাসিয়ায় স্বাস্থ্যবিধি না মানায় মাটি ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা
মাহাবুর রহমান, কাপাসিয়া : গাজীপুরের কাপাসিয়ায় করোনাকালীন স্বাস্থ্যবিধি না মেনে ভেকু দিয়ে মাটি কাটার দায়ে একজনকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসমত আরার নির্দেশে টোক ইউনিয়ন ভূমি অফিসের উপ-সহকারী কর্মকর্তা খবীর উদ্দিন মোল্লা বারিষাব ইউনিয়নের লোহাদী নরসিংহপুর এলাকার দাসপাড়া থেকে ভেকুর ড্রাইভার ও হেলপারকে আটক করেন।
পরে ইউএনও মাটি ব্যবসায়ী কামরুল হাসানকে সংক্রামক ব্যাধি প্রতিরোধ আইন, ২০১৮-এর ২৪ ধারা অনুযায়ী ৫০ হাজার টাকা জরিমানা এবং মাটি কাটা ও পরিবহন কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেন।