ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের প্রশ্নই আসে না : বললেন তথ্যমন্ত্রী

আলোকিত প্রতিবেদক : তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদ বলেছেন, আমেরিকার আইনের চেয়ে বাংলাদেশের ডিজিটাল নিরাপত্তা আইন সহজ। মানুষকে ডিজিটাল নিরাপত্তা দিতে আইনটি করা হয়েছে।

তিনি বলেন, সব দেশেই ডিজিটাল নিরাপত্তা আইন আছে। সুতরাং এ আইন বাতিল করার প্রশ্নই আসে না।

বৃহস্পতিবার মন্ত্রণালয়ের সভাকক্ষে ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের নেতাদের সঙ্গে মতবিনিময় সভা শেষে তিনি এসব কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, সাংবাদিকরা যাতে কোনভাবেই হয়রানির শিকার না হন, মন্ত্রী হিসেবে আমি সেই খেয়াল রাখব। মন্ত্রী হিসেবে যেমন আপনাদের সঙ্গে আছি, যখন মন্ত্রী থাকব না, তখনো থাকব।

তিনি বলেন, ডিজিটাল নিরাপত্তা আইনের অপব্যবহারের বিরুদ্ধে এর আগেও ব্যবস্থা নেওয়া হয়েছে। আরও কী ব্যবস্থা নেওয়া যায়, সেটি আইন মন্ত্রণালয় দেখছে।

মন্ত্রী আরও বলেন, সব আইনেরই অপব্যবহার হয়। আইনজীবীরাই বলেন নারী নির্যাতনের ৮০ শতাংশ মামলা ভুয়া।

আরও খবর