ষোড়শ সংশোধনী অবৈধ ঘোষণায় বিচার বিভাগের মর্যাদা বৃদ্ধি পেয়েছে : বিএনপি

আলোকিত প্রতিবেদক : সংবিধানের ষোড়শ সংশোধনী অবৈধ ঘোষণা করে দেওয়া হাইকোর্টের রায়কে ঐতিহাসিক বলেছে বিএনপি।

শুক্রবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ প্রতিক্রিয়া জানান।

সুপ্রিম কোর্টের বিচারক অপসারণের ক্ষমতা জাতীয় সংসদের হাতে ন্যস্ত করে সংবিধানের ষোড়শ সংশোধনীকে বৃহস্পতিবার অবৈধ ঘোষণা করেন হাইকোর্ট।

প্রতিক্রিয়ায় রিজভী বলেন, এই রায় ঐতিহাসিক। এর মাধ্যমে বিচার বিভাগের মর্যাদা বৃদ্ধি পেয়েছে। উচ্চ আদালত সম্পর্কে জনগণের আস্থা আরও দৃঢ় হবে এবং ন্যায় বিচার পাওয়ার সম্ভাবনা নিশ্চিত হবে।

তিনি দলের পক্ষ থেকে এই রায়কে সাধুবাদ জানান।

আরও খবর