রাজেন্দ্রপুরে জুয়ার হাট ভাঙতে গিয়ে আটক হলেন এলাকাবাসী
আলোকিত প্রতিবেদক : গাজীপুর সদরের রাজেন্দ্রপুরে জুয়ার হাট ভাঙতে গিয়ে বেশ কয়েকজন এলাকাবাসী পুলিশের হাতে আটক হয়েছেন।
শুক্রবার রাত পৌনে নয়টার দিকে এ ঘটনা ঘটে।
এলাকাবাসী জানান, রাজেন্দ্রপুর চৌরাস্তার পাশে দীর্ঘদিন ধরে জুয়া-হাউজি ও নগ্ন নৃত্যের রমরমা বাণিজ্য চলছে। এর নেতৃত্বে আছেন কুখ্যাত জুয়ার ব্যবসায়ী আরিফ মাহমুদ ওরফে মুরগি আরিফ। তার বাড়ি কাপাসিয়ার বারিষাব ইউনিয়নের নরত্তোমপুরে।
আলোচিত হাটটি জেলা প্রশাসন কয়েকবার উচ্ছেদ ও জেল-জরিমানা করলেও অবৈধ কর্মকান্ড অব্যাহত রয়েছে।
তাদেরকে পুলিশ ও কতিপয় হলুদ সাংবাদিক সাহস জোগাচ্ছেন বলে অভিযোগ।
শুক্রবার বিকেল থেকে জুয়া-হাউজি শুরু হলে ক্ষুব্ধ এলাকাবাসী একত্রিত হন।
তারা রাতে হাটটি ভেঙে দিতে গেলে জুয়াড়িরা পুলিশকে খবর দেয়।
পরে হোতাপাড়া পুলিশ ফাঁড়ির এএসআই খায়রুলের নেতৃত্বে কয়েকজন পুলিশ সদস্য গিয়ে ওই প্রতিবাদকারীদেরকে আটক করে ফাঁড়িতে নিয়ে যায়।
পুলিশের এ ধরনের ভূমিকায় জনমনে দেখা দিয়েছে নানা প্রশ্ন ও প্রচন্ড ক্ষোভ।
এ ব্যাপারে এএসআই খায়রুলের সাথে মোবাইলে যোগাযোগ করলে তিনি কোন মন্তব্য না করে সংযোগ কেটে দেন।