মুক্তারুজ্জামান মুক্তির কবিতা ‘যোগ-বিয়োগ’

যোগ-বিয়োগ

-মুক্তারুজ্জামান খাঁন মুক্তি

বিশ্বাস
বিশ্ব ভুবন
সংসার কর্মজীবন
ভালবাসায় হয় বন্ধন।
যোগফলে হয় বাঁধন
এক এক হয় দুই
দুই মনে কাছে রই
সমাজ সংসার মনে লই
বাঁধিয়া প্রেমের ভুবন
সমাজে গড়ে নতুন জীবন।
বন্ধনে যোগফল
বেড়ে চলে মানব বল।
অবিশ্বাসে বাঁধন ছিঁড়ে
দুই মনের বিয়োগ হয়
একটি মন শূন্য পথে
মানব সংখ্যা ক্ষয় হয়।
বাঁধন হারা মন
যেদিক খুশি সেদিক চলে
থাকে না তার মানবতা বলে
জীবন সাথী বিয়োগ হলে।
বিচ্ছেদ পড়িয়া মন
কষ্টে তার মন কাঁদে।
অবিশ্বাস খণ্ড করে
ভালবাসার সংসার গড়ে
অবশেষে থাকবে তুমি বিয়োগ ফলে।

দুইয়ের মাঝে রেখে যাওয়া মানবগুলো
যোগফলে থাকবে সেজে।

আরও খবর